শিক্ষার্থীদের ইন্টারনেট বিলের টাকা দিল ডিজিটাল ইউনিভার্সিটি

শিক্ষায় উৎসাহী করাসহ ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের মাঝে ইন্টারনেটের বিল প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 12:07 PM
Updated : 23 June 2020, 12:07 PM

মঙ্গলবার এর ১৬৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার ৬০০ করে টাকা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি।

এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর জানান, অনলাইন ক্লাস থেকে ঝরে পড়া রোধসহ শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি ব্যবহার করার জন্য ইন্টারনেট বিল বাবদ এ টাকা প্রদান করা হয়েছে।

“শিক্ষার্থীদের মোবাইল নম্বরে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা পাঠানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয়টির ৯০ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মত কাজগুলো সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

ড. মুনাজ বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে বন্ধে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে দূরে সরে যেতে পারে। তাই অনলাইন ক্লাস তাদের যথাসময়ে কোর্স শেষ করাতে সহায়তা করবে। এর ফলে তাদের সেশনজটে সময় হারাতে হবে না।

ইন্টারনেট ব্যয় বেশি হওয়ায় অনেক শিক্ষার্থী অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়ছে বলেও জানান তিনি।