কোভিড-১৯: মাগুরার জজ স্ত্রী-সন্তানসহ আক্রান্ত

মাগুরার জেলা ও দায়রা জজ স্ত্রী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 07:10 AM
Updated : 23 June 2020, 07:10 AM

মঙ্গলবার প্রাওয়া প্রতিবেদেনে এই তথ্য এসেছে বলে জেলার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাগুরায় এ নিয়ে মোট ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হল। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৬ জন। আর মারা গেছেন দুইজন। অন্যরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সংক্রমণের হার বাড়তে থাকায় মাগুরা পৌরসভার ৪ জন ওয়ার্ডের খানপড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসেবে অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। এক হাজার মানুষের এই পাড়া দুটিতে ছয়জনের  করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।