সাতক্ষীরায় ‘বিষের বড়ি খেয়ে’ মা-মেয়ের মৃত্যু

সাতক্ষীরা সদর উপজেলায় শিশুকন্যাসহ এক গৃহবধূ মারা গেছেন, যারা বিষের বড়ি খেয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 07:37 PM
Updated : 22 June 2020, 07:37 PM

সোমবার সন্ধ্যায় বৈকারী ইউনিয়নের কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান।

মৃতরা হলেন কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের মাটিকাটা শ্রমিক মনিরুল ইসলামের স্ত্রী তাজমিরা খাতুন (২৮) এবং তার সাত বছরের মেয়ে ফতেমা খাতুন।

ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত শেষে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, গৃহবধূ তাজমীরা খাতুনের সঙ্গে তার শাশুড়ি রাজিয়া খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়।

“এরই জেরে বিকালে তাজমিরা তার দুই শিশুকন্যা ফতেমা খাতুন (৭) ও মেহেরুন খাতুনকে (২) বিষের ট্যাবলেট খাওয়ান। এরপর তিনি নিজেও ওই বিষের ট্যাবলেট খান।

“পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে আনার পথে তাজমিরা ও তার মেয়ে ফাতেমা মারা যায়।”

তবে দুই বছরের মেয়ে মেহেরুন সুস্থ আছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, খবর পেয়ে মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সাথে গৃহবধূ তাজমিরার শাশুড়ি রোজিয়া খাতুনকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।