দিনাজপুরে বাড়িতে ঢুকতে বাধা, হাসপাতালে গেলেন পোশাক শ্রমিক

দিনাজপুরে স্থানীয়দের বাধায় বাড়ি উঠতে না পেরে হাসপাতালে ভর্তি হলেন গাজীপুর থেকে সদ্য ফিরে আসা এক পোশাক শ্রমিক।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 04:53 PM
Updated : 22 June 2020, 04:53 PM

সোমবার সকালে ওই নারী শ্বাসকষ্ট-কাশি নিয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। দুপুরে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে চিকিৎসক জানিয়েছেন।

ওই গার্মেন্টস শ্রমিক (৪০) দিনাজপুরের হিলির চেংগ্রাম এলাকার বাসিন্দা এবং তিনি গাজীপুরের পোশাক কারখানায় পোশাককর্মী হিসেবে কর্মরত ছিলেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাঈদ বলেন, “ওই নারী গাজীপুর থেকে হিলিতে আসেন। স্থানীয়রা তাকে বাড়িতে ঢুকতে না দেওয়ায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসে ভর্তি হন। এখানে তিনি যে ঢাকা থেকে এসেছেন সেটি গোপন রাখেন।”

ওই রোগীর সংস্পর্শে আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান তিনি।