করোনাভাইরাস: গাজীপুরে সাবেক সেনার লাশ দাফনে পুলিশ

করোনাভাইরাসে আক্রান্ত সেনাবাহিনীর সাবেক সার্জেন্টের লাশ দাফনে শেষমেশ পুলিশকে এগিয়ে আসতে হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 02:22 PM
Updated : 22 June 2020, 02:22 PM

সোমবার ভোররাতে গাজীপুরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগের দিন দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গাজীপুর সদর থানার বাউপাড়া নিবাসী প্রয়াত এই ব্যক্তি (৬৭) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে সিএমএইচ কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের বাউপাড়ায় তার বাসস্থানে লাশ পাঠায়।

প্রয়াতের দুই ছেলে প্রবাসে থাকেন। এ বাসস্থানে পরিবারে নারী ও শিশু সদস্য ছাড়া লাশ দাফনের উপযোগী কেউ ছিলেন না বলে জানান তিনি।

এদিকে, করোনাভাইরাস সংক্রমণের ভয়ে লাশ দাফনের জন্য ওই এলাকার লোকজনও এগিয়ে আসেনি।

“এমনকি অ্যাম্বুলেন্স থেকে লাশ নামাতেও অস্বীকৃতি জানান তারা।”

মৃতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় বিষয়টি জানানো হলে ব্যবস্থা নেয় পুলিশ। রাত ৩টার দিকে পুলিশ ও ঢাকার কোয়ান্টাম ফাউন্ডেশনের একটি টিম পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করে।

প্রয়াতের স্ত্রী জানান, তাদের গ্রামের বাড়ি সন্দীপ এবং বাউপাড়ায় জমি কিনে বাড়ি করে প্রায় ১২ বছর ধরে তারা বসবাস করছেন।