কোভিড-১৯: চাঁদপুরে নতুন আক্রান্ত ৫০

চাঁদপুরে নতুন করে আরও আরও ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 09:52 AM
Updated : 22 June 2020, 09:52 AM

সোমবার জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ কথা জানান।

আক্রান্ত রুহুল আমিনের বাড়ি কচুয়া উপজেলায়।

এ দিন জেলায় মোট ৩৩৫ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ৫০ জন পজেটিভ; আর নেগেটিভ ২৮৫ জনের।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৩ জন। আর মারা গেছেন ৪৬ জন।

সিভিল সার্জন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৩৪ জন, হাজীগঞ্জে ২ জন, মতলব উত্তরে ৬ জন, মতলব দক্ষিণে ৪ জন, ফরিদগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়ায় ১ জন রয়েছে।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ২৫২, হাইমচর উপজেলায় ৩৩, মতলব উত্তর উপজেলায় ৩৩, মতলব দক্ষিণ উপজেলায় ৭৪ জন, ফরিদগঞ্জ উপজেলায় ৬৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৬৬ জন, কচুয়া উপজেলায় ২৯ জন, শাহরাস্তি উপজেলায় ৬৪ জন।

জেলায় এ পর্যন্ত মৃত ৪৬ জনের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলায় ১২, ফরিদগঞ্জ উপজেলায় ৬ জন, হাজীগঞ্জ উপজেলায় ১৪ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়া উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ৪ জন এবং মতবল দক্ষিণ উপজেলায় ২ জন।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলা থেকে ৩ হাজার ৭৭১ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৩ হাজার ১৮৮ জনের। রিপোর্ট পেন্ডিং আছে ৫৮৩ জনের।