রাঙামাটিতে ওয়ার্ড কাউন্সিলের মায়ের মৃত্যু করোনাভাইরাসে

রাঙামাটি শহরে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলের মা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া পর নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2020, 06:07 AM
Updated : 23 June 2020, 04:10 AM

রাঙামাটির করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল রোববার রাতে এ কথা জানান।

তিনি বলেন, “এ দিন ৬৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আমরা হাতে পেয়েছি; তাদের মধ্যে ২৭ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে রাঙামাটি পৌরসভার ১ নম্বরর ওয়ার্ড কাউন্সিলর মো. হেলালউদ্দিনের মা মাসুদা খাতুনের রিপোর্টও পজিটিভ এসেছে।

এদের সবার রিপোর্ট ১৭ জুন পাঠানো হয়েছিল।”

মাসুদাসহ এই পর্যন্ত রাঙামাটিতে মোট ৫ জন করোনাবাইরাসে মারা গেলেন বলে জানান কামাল।  

গত ৬ মে পার্বত্য শহর রাঙামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত ৪৬ দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনাভাইরাস রোগী রোববার শনাক্ত হয়েছে।

এদিন সর্বোচ্চ ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ১৮২ জনে দাঁড়াল।

এছাড়া জেলায় জেলায় এ পর্যন্ত ১ হাজার ৮১১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। যার মধ্যে ১ হাজার ৫১৭ জনের রিপোর্ট হাতে এসেছে। এদের মধ্যে পজিটিভ এসছে ১৫৫ জনের; বাকিরা নেগেটিভ।

আর রোববার বিকাল পর্যন্ত শহরের চম্পকনগর আইসোলেশন সেন্টারে ১২ জন চিকিৎসাধীন ছিলেন বলে জানান সিভিল সার্জন।