ভোলায় ব্যবসায়ীকে হত্যা করে ছিনতাই, আটক ১

ভোলা সদর উপজেলায় এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ‘পাঁচ লাখ’ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। হামলায় নিহতের ভাই আহত হয়েছেন।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2020, 11:44 AM
Updated : 21 June 2020, 11:44 AM

শনিবার গভীর রাতে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এনায়েত হোসেন জানান।

এই ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম প্রবীর মাঝি (৩৭)। তার ছোটো ভাই আহত সজীব মাঝিকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত সজীবের বরাত দিয়ে ওসি এনায়েত হোসেন জানান, প্রতিদিনের মতো শহরের বটতলা এলাকায় ওষুধের দোকান [দীপরাজ ফার্মেসি] বন্ধ করে দুই ভাই মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন।

“পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাদের উপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ৫ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন।”

ওসি বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন। সজীব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও সাহাবুদ্দিন নামে এক ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত চারজনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে বলে জানান ওসি এনায়েত হোসেন।