করোনাভাইরাস: নারায়ণগঞ্জে আক্রান্ত ছাড়ল সাড়ে ৪ হাজার

নারায়ণগঞ্জে আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার হাজার ৫৩০ জনে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 12:58 PM
Updated : 20 June 2020, 12:58 PM

শনিবার বিকালে জেলা করোনা ফোকাল পার্সন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

এই ভাইরাসের প্রবল ঝুঁকিতে থাকা এ জেলায় আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে। আর আইসোলেশনে সুস্থ হয়েছে ১,৯৮৬ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত প্রথম তিন রোগীর দুইজনই নারায়ণগঞ্জের। ৩০ মার্চ এতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করেছিল আইইডিসিআর। গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে প্রথম অবরুদ্ধ ঘোষণা করেছিল সরকার।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নকে গত ১২ জুন রাত থেকে ফের লকডাউন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।