নীলফামারীতে তিস্তা বিপদসীমার উপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে আবারও বিপদসীমা ছাড়িয়েছে তিস্তা নদীরপানি।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 05:03 AM
Updated : 20 June 2020, 05:23 AM

শনিবার নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম জানান।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে রবিউল বলেন, গত কয়েকদিন থেকে ওঠা-নামা করলেও বিপদসীমা ছাড়ায়নি তিস্তার পানি। শুক্রবার সারারাত পানি বৃদ্ধি পেয়ে শনিবার সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। তবে সকাল সাড়ে ৯টা থেকে পানি ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা ব্যারাজের সবকটি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।