করোনাভাইরাস: পটুয়াখালীতে ইউএনও সন্তানসহ আক্রান্ত

পটুয়াখালীতে এক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার পাঁচ বছরের সন্তানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 04:11 AM
Updated : 20 June 2020, 04:11 AM

দশমিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। 

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস ও তার পাঁচ বছরের ছেলে আদিয়াতের করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।”

এছাড়া এ পর্যন্ত তার উপজেলায় ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ৫ জন সুস্থ হয়েছে বলে মোস্তাফিজ জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাংগির আলম শিপন জানান।

এছাড়া এ পর্যন্ত জেলায় ২৩৩ জন আক্রান্ত এবং ৪৬ জন সুস্থ হয়েছে।