নওগাঁর দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছেন আরও একজন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 12:20 PM
Updated : 19 June 2020, 12:20 PM

শুক্রবার সকালে জেলার বদলগাছী উপজেলার কোলা বাজার ও আত্রাই উপজেলার ফুলবাড়ি গ্রামে এই দুইজন মারা যান বলে পুলিশ জানিয়েছে।

তারা হলেন আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শাহিন খন্দকার (৪২) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের র‌্যাব সদস্য আনোয়ার হোসেনের ছেলে সাগর হোসেন(২৩)। সাগর নওগাঁ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

বদলগাছী থানার ওসি  চৌধুরী জোবায়ের আহমেদ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বদলগাছি উপজেলার কোলা বাজারে হালখাতা অনুষ্ঠানের মাইক বাঁধার সময় পাশের বিদ্যুতের তারের স্পর্শে সাগর ঘটনাস্থলেই মারা যান। এ সময় সুজন আলী নামে আরও একজন আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে  আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে খড়ের পালা করার সময় পল্লী বিদ্যুতের তারের স্পর্শে ঘটনাস্থলেই শাহিন খন্দকার মারা যান।

দুই ঘটনায় বদলগাছী থানা ও আত্রাই থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি  চৌধুরী জোবায়ের আহমেদ ও মোসলেম উদ্দিন জানিয়েছেন।