কোভিড-১৯: বান্দরবানে নতুন ২৯ জন শনাক্ত

বান্দরবানে নতুন করে আরও ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেঁড়ে ১৩৯ জনে দাড়াল।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 04:24 AM
Updated : 19 June 2020, 04:24 AM

বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. অংস্ইুপ্রু মারমা এ কথা জানান।

তিনি বলেন, পার্বত্য এ জেলা থেকে ১৮৭টি জনের নমুনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। এতে ২৯ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান সদর উপজেলা ২৩ জন এবং লামায় ৬ জন রয়েছে।

আর মোট আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান অংসুইপ্রু।

এদিকে বান্দরবানে দিন দিন সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। করোনাভাইরাস বিস্তার ঠেকাতে নিত্যপ্রয়োজনী পণ্য কেনাকাটা করতে রোববার ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে প্রশাসন। কিন্তু মানা হচ্ছে না সামজিক ও শারীরিক দূরত্ব।

এ বিষয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন কঠোর হচ্ছে জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. শামীম হোসেন বলেন, প্রশাসন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।