‘আম পাড়া নিয়ে ঝগড়া’: সাবেক ঢাবি ছাত্র নিহত

টাঙ্গাইলে আম পাড়াকে কেন্দ্র করে চাচাত ভাইয়ের সাথে ঝগড়ার সময় ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্র প্রাণ হারিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 05:32 PM
Updated : 18 June 2020, 06:21 PM

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে গারাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রাজিব (২৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। গারাবাড়ি গ্রামের গোলাম মোস্তফা দুলালের ছেলে তিনি।

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, ‘গাছের আম পাড়া নিয়ে’ রাজিবের সাথে চাচাত ভাই জিহাদের (২৭) ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে জিহাদ ধারালো ছুরি দিয়ে আঘাত করলে রাজিব গুরুতর আহত হন।

আহত রাজিবকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে রাজিবের মৃত্যু হয় বলে জরুরি বিভাগে দায়িত্বেরত চিকিৎসক মো. রিফাত হাসান জানান।

লাশের ময়না তদন্ত শেষ না হওয়ায় এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে রাত ১০টার দিকে জানান ওসি।