ময়মনসিংহে করোনাভাইরাসে ২ নারীর মৃত্যু

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কুলের শিক্ষিকাসহ দুই নারী মারা গেছেন।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 04:41 PM
Updated : 18 June 2020, 04:41 PM

বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ সিভিল সার্জন এবিএম মসিউল আলম এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে মুখী মুমজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মাকসুদা জাহান মুর্শিদা (৫২) রয়েছেন। তিনি গফরগাঁও উপজেলার মুখী সোনাতলা গ্রামের বাসিন্দা। 

এছাড়া অপরজন (৬৫) নগরীর সেহড়া ডিবি রোডের বাসিন্দা। 

সিভিল সার্জন মসিউল বলেন, এই শিক্ষিকা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ এস কে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

অপরদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এসকে হাসপাতালে অপরজন মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জুন ভর্তি হয়ে ছিলেন।

এনিয়ে, ময়মনসিংহ জেলায় ১৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।