গাজীপুরে নকল হ্যান্ড স্যানিটাইজার কারখানায় জরিমানা

গাজীপুরে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 03:35 PM
Updated : 18 June 2020, 03:35 PM

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর মিলগেইট এলাকায় ডিসটিলারিস এন্ড কেমিকেলস লিমিটেড নামের এক কারখানায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাবের একটি দল টঙ্গীর মিলগেইট এলাকায় ডিসটিলারিস এন্ড কেমিকেলস লিমিটেড নামের একটি কারখানায় অভিযান চালায়। এরপর কারখানাটিতে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাগ আইনের ১৯৪০ এর ১৮ (গ) ধারায় তিন লাখ টাকা জরিমানা করেন এবং কারখানার বিপুল মালামাল জব্দ করা হয় বলে জানান তিনি।