ঠাকুরগাঁওয়ে ‘সাপের কামড়ে’ শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ‘সাপের কামড়ে’ পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 01:08 PM
Updated : 18 June 2020, 01:08 PM

উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বর্মণ জানান, বৃহস্পতিবার সকালে ফরিদা (১১) নামে এই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ফরিদা ওই ইউনিয়নের রাজোর মালধরিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। গ্রামের কাতিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল ফরিদা।

চেয়ারম্যান পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে খাওয়াদাওয়ার পর দাদির সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল ফরিদা। রাত দেড়টার দিকে তার চিৎকারে পরিবারের লোকজন গিয়ে সাপের কামড় দেখতে পায়।

পরিবারের লোকজন মাইক্রোবাসে করে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ফরিদা মারা যায় বলে জানান চেয়ারম্যান জিতেন্দ্র নাথ।