রাজশাহীতে দিনদুপুরে ‘৩৩ লাখ টাকা ছিনতাই’

রাজশাহী শহরে দিনদুপুরে একটি মোবাইল ফোন দোকানের ‘৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে’।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 01:04 PM
Updated : 18 June 2020, 01:04 PM

শহরের রাণীবাজার অলোকার মোড়ের এ ঘটনায় পুলিশ দুই কর্মচারীকে আটক করেছে বলে বোয়ালিয়া থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানিয়েছেন।

তিনি বলেন, অঞ্জন কুমার রায় নামে একজন ব্যবসায়ী বৃহস্পতিবার বেলা ১টার দিকে অভিযোগ দেওয়ার পর তারা খোঁজে নেমেছেন।

অঞ্জন কুমার রাণীবাজার অলোকার মোড়ের ভিভো শো-রুমের মালিক।

অঞ্জন কুমার বলেন, তার দুই কর্মচারী ফয়সাল ও সোহেল দুটি ব্যাগে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ-বাংলা ব্যাংকে যাচ্ছিলেন। ফয়সালের ব্যাগে ছিল ৩৩ লাখ টাকা। আর সোহেলের কাছে আরেকটি ব্যাগে ছিল চার লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।

“তারা দুইজন শোরুম থেকে ১০০ গজ দূরে রাস্তার পাশ দিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। শোরুম থেকে বের হয়ে ২০ গজ দূরে রেমন্ড শো-রুমের সামনে যেতেই দুই মোটরসাইকেল আরোহী ফয়সালের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৩৩ লাখ টাকা রয়েছে।”

ছিনতাইকারী দুইজনই হেলমেট পরা ছিল বলে তিনি জানান।

অভিযোগ পেয়ে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে ওসি নিবারুণচন্দ্র জানিয়েছেন।

তিনি বলেন, এছাড়া দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে শো-রুমের কর্মচারীরা কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।