কোভিড-১৯: এনাম মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2020, 07:50 AM
Updated : 18 June 2020, 07:50 AM

৫০ বছর বয়সী চিকিৎসক মো. রফিকুল হায়দার ডায়বেটোলজিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতালটির পরিচালক জাহিদুর রহমান জানান, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ থাকায় চিকিৎসক রফিকুল রোববার তাদের হাসপাতালেই পরীক্ষা করান। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর তিনি ঢাকার মিপুরের পল্লবীর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

জাহিদুর বলেন, “বুধবার রাতে রফিকুলের শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে আনা হয়। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”

রফিকুলের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীর বাড়িতে একাই থাকতেন রফিকুল। একমাত্র ছেলে প্রাজ্জ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী চিকিৎসক রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বসবাস করছেন।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। দীর্ঘদিন ধরেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কমর্রত ছিলেন। বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।