সুন্দরগঞ্জের ইউএনও করোনাভাইরাসে আক্রান্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুৎফুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 04:50 PM
Updated : 17 June 2020, 04:50 PM

বুধবার এ জেলায় এই ইউএনও সহ নতুন নয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. আবু হানিফ জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো রির্পোটে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট ১৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হল।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার বলেন, গত শনিবার ইউএনও কাজী লুৎফুল হাসানের জ্বর হলে তিনি বিষয়টি আমাকে জানান। আমি তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিই। তারপর থেকে তিনি আর অফিসে যাননি।

“গত সোমবার তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার সন্ধ্যা ৭টায় সেই নমুনা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া যায় তার করোনাভাইরাস পজেটিভ।”

তিনি আরও বলেন, তবে এখন আর ইউএনও কাজী লুতফুল হাসানের জ্বরসহ করোনার অন্য কোনো উপসর্গ নাই। বর্তমানে তিনি সুস্থ আছেন। তারপরও তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নেবেন।

এছাড়াও ইউএনও-র সংস্পর্শে আসা অন্যান্য দপ্তরের বেশকিছু কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে রাখা রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে আসা অন্য ব্যক্তিদের শনাক্ত করা অব্যাহত রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।