মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান করোনাভাইরাস আক্রান্ত

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 04:42 PM
Updated : 17 June 2020, 04:42 PM

বুধবার রাতে তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ হওয়ার কথা জানান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন।

মাদারীপুর সি‌ভিল সার্জন শ‌ফিকুল ইসলাম জানান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খানের কয়েকদিন ধরেই তার ঠান্ডা ও কাশি আছে। এজন্যই তিনি ১১ জুন করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

“বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

ওবায়দুর রহমান কালু খান সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সংসদ সদস্য শাজাহান খানের ছোটভাই।

স্বাস্থ্য বিভাগ থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ নতুন ৯২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১০১ দিনের মধ্যে এক দিনের হিসেবে এটাই জেলায় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তর রেকর্ড। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৬৮ জনে। নতুন আক্রান্তসহ ২৯৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।