ঝিনাইদহে স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্ত বাড়ছে: প্রশাসন

ঝিনাইদহে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না বলে আক্রান্ত বেড়ে যাচ্ছে বলে মনে করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 03:02 PM
Updated : 17 June 2020, 03:02 PM

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১১৯ জন আক্রান্ত হলেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন।

বুধবার সিভিল সার্জন সেলিনা বেগম জানান, কালীগঞ্জ উপজেলায় তিনজন, শৈলকুপায় চারজন, হরিণাকুন্ডুতে দুইজন, মহেশপুরে একজন, কোটচাঁদপুরে দুইজন ও সদর উপজেলায় তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি বলেন, “মানুষ বেপরোয়া হয়ে যাওয়ার কারণে সংক্রমণ বেড়ে চলেছে। তারা কোনো কিছুই মানছে না।”

ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, “মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। তারা কারণে অকারণে বাড়ি থেকে বের হয়ে ঘোরাঘুরি করছে। সামাজিক দূরত্ব মানছে না।”

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হলেও পরোয়া করছে না বলে তিনি জানান।