প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ব্রাহ্মণবাড়িয়ার সেই চেয়ারম্যান বরখাস্ত

দরিদ্রদের প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকায় ছেলেসহ আত্মীয়দের নাম ঢোকানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সেই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 02:03 PM
Updated : 17 June 2020, 02:36 PM

‘অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ’ তদন্তে প্রমাণ হওয়ায় বুধবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

বরখাস্ত মো. আলম মিয়া কসবা উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান ইউপি চেয়ারম্যান আলম মিয়াকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানান।

ঈদ উপহারের তালিকায় চেয়ারম্যানের ছেলে ও আপন ভাইসহ আত্মীয়দের নাম ঢোকানোর অভিযোগ পেয়ে পৃথকভাবে তদন্তে নামে জেলা প্রশাসন ও কসবা উপজেলা প্রশাসন।

ওই দুই কমিটি এসব অভিযোগের সত্যতা পায়। গত ৮ জুন তদন্ত প্রতিবেদন জমা দিলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করে চিঠি দেন ডিসি।