নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু, মোট ৯৯

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১০৪ জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 01:14 PM
Updated : 17 June 2020, 01:15 PM

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এক চিকিৎসকসহ ৯৯ জনের মৃত্যু হলো। জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৪ হাজার ২৯০।

বুধবার জেলা সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০৪ জন। আইসোলেশনে সুস্থ হয়েছেনেএক হাজার ৮৬৮ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সিটি করপোরেশন এলাকায় মারা গেছে ৫৭ জন, আক্রান্ত হয়েছে ১৫৩৬ জন, আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ৯৩২ জন।
সদর উপজেলায় মারা গেছে ২১ জন, আক্রান্ত হয়েছে এক হাজার ১১৩ জন, সুস্থ হয়েছে ৪৭১ জন।
বন্দর উপজেলায় মৃত্যু হয়েছে তিন জনের, আক্রান্ত হয়েছে ১২৯ জন, সুস্থ হয়েছে ৩০ জন।

আড়াইহাজারে মারা গেছে তিন জন, আক্রান্ত হয়েছে ৩৯৯ জন এবং সুস্থ হয়েছে ১৯০ জন।
সোনারগাঁয়ে মারা গেছে ১৩ জন, আক্রান্ত হয়েছে ৩৫৪ জন এবং সুস্থ হয়েছে ৫৩ জন।
রূপগঞ্জ উপজেলায় মারা গেছে দুই জন, আক্রান্ত হয়েছে ৭৫৯ জন এবং সুস্থ হয়েছে ১৯২ জন।