করোনাভাইরাস আক্রান্ত দেড় মাসের শিশুর মৃত্যু

নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 12:44 PM
Updated : 17 June 2020, 12:45 PM

বুধবার ভোররাতে রাতে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়ায় তার মৃত্যু হয়।

নওগাঁ সিভিল সার্জন ডা. এ কে এম আকতারুজ্জামান আলাল জানান, জন্মের পর নিউমোনিয়া উপসর্গ থাকায় পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির চিকিৎসা করা তার বাবা-মা। সেখানে সুস্থ না হওয়ায় প্রথমে নওগাঁ সদর হাসপাতালে পরে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে আবার ফের নওগাঁ সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করান।

“সেখানে গত ২ জুন শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার করোনাভাইরাস পজেটিভ আসে।”

পরে শিশুটিকেসহ তার পরিবারকে তাদের বাসায় আইসোলেশনে রাখা হয় এবং ওই পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে তাদের ফলাফল এখনও আসেনি বলে জানান তিনি।

“এ অবস্থায় বুধবার ভোররাতে রাতে শিশুটি মারা যায়।”

তবে কীভাবে শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত হয় তা বলতে পারেননি এ চিকিৎসক।

এদিকে, নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুন্জুর এ মোর্শেদ জানান, জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে এক হাজার ৩৩৮ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৬৯ জন আছেন। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ২৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৮৬১ জনের ফলাফলে ২২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মারা গেছে চার জন এবং ১৪৩ জন সুস্থ হয়েছেন।