নওগাঁয় ‘বিএসএফের বিস্ফোরকে’ বাংলাদেশি নিহত

নওগাঁর সাপাহার উপজেলায় সীমান্ত এলাকায় ‘বিএসএফের বিস্ফোরকে’ এক বাংলাদেশি নিহত হয়েছেন; যিনি চোরাকারবারি বলে বিজিবির ভাষ্য।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 09:44 AM
Updated : 17 June 2020, 11:18 AM

নিহত আব্দুল বারী (৪৫) উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের আবুবক্করের ছেলে।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের আদাতলা ফাঁড়ি কমান্ডার সুবেদার আব্দুল হান্নান বলেন, আবদুল বারী ভারত থেকে গরু নিয়ে ২৪২ মেইন পিলারের ১৩আর পাশ দিয়ে দেশে আসার সময় ভারতের খুঁটাদহ ফাঁড়ির বিএএসএফ সদস্যরা তাকে লক্ষ করে বিস্ফোরক ছুড়ে মারে।

বিস্ফোরণে বারী গুরুতর আহত হন জানিয়ে তিনি বলেন, বারী আহত অবস্থায় হামাগুড়ি দিয়ে সীমান্ত পেরিয়ে নো-ম্যান্স ল্যান্ডের পুনর্ভবা নদীতে এসে পড়ে যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

“বারী এলাকায় একজন চিহ্নিত এবং বিজিবির তালিকাভুক্ত চোরাকারবারি।”

লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে বলে সাপাহার থানার ওসি  আব্দুল হাই জানিয়েছেন।