করোনাভাইরাস: চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে ব্যক্তির মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 08:48 AM
Updated : 17 June 2020, 08:48 AM

৬০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি দর্শনা বাসস্ট্যান্ড পাড়ায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির বলেন, গত ১৫ জুন সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তি দামুড়হুদা স্বাস্থ্যকেন্দ্রে গেলে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

“বুধবার সকালে মারা যান তিনি।”

শামীম বলেন, “বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত তার নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়ায় এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, তিনি করোনাবাইরাসে আক্রান্ত ছিলেন কি-না। তবে উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফনকাজ সম্পন্ন করা হবে।”