নড়াইলে ম্যানেজার আক্রান্ত, ব্যাংক অবরুদ্ধ ঘোষণা

নড়াইলে লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজারসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2020, 05:50 AM
Updated : 17 June 2020, 05:50 AM

নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন বুধবার সকালে জানান, করোনাভাইরাসে আক্রান্ত নড়াইলের লোহাগড়া অগ্রণী ব্যাংকের ম্যানেজার এবং ওই  উপজেলার  এক নারীকে নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তারা সুস্থ আছেন।

ব্যাংকের ম্যানেজার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লোহাগড়া অগ্রণী ব্যাংক লকডাউন ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

নাড়াইল স্বাস্থ্য বিভাগ জানায়, এ নিয়ে জেলায় মোট ৮ জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ২৩ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন; মারা গেছেন দুইজন।