রাঙামাটিতে শ্বাসকষ্ট নিয়ে পৌর কাউন্সিলরের মায়ের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙামাটি হাসপাতালে মারা গেছেন রাঙামাটি পৌরসভার এক কাউন্সিলরের মা।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 07:20 PM
Updated : 16 June 2020, 07:20 PM

রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও ‘করোনা বিষয়ক ফোকাল পার্সন’ ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ওনাকে রাঙামাটি হাসপাতালে আনা হয়েছিল। সেখান থেকে রাতেই চম্পকনগরের আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাতে মারা যান তিনি।

“তার শ্বাসকষ্টসহ যেসব উপসর্গ দেখা গেছে, তা করোনাভাইরাসের উপসর্গ হিসেবেই মনে করছি আমরা।

“তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে “

রাঙামাটির জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, তার মৃতদেহ বিধি মেনে দাফন করা হবে।

এদিকে, চট্টগ্রাম ভেটেনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্র থেকে মঙ্গলবার রাতে পাঠানো ২৩ জনের রিপোর্টের মধ্যে ১৬ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে জানান ডা. মোস্তফা কামাল।

নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জনই রাঙামাটি শহরের এবং বাকি ১ জন কাপ্তাই উপজেলার। আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের এক চিকিৎসকও আছেন বলে জানিয়েছেন তিনি।

এ নিয়ে রাঙামাটিতে শনাক্তের সংখ্যা হল ১২১ জন।