মাগুরায় পাটের বকেয়া টাকার দাবিতে মানববন্ধন

মাগুরায় পাটের বকেয়া টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা পাট ব্যবসায়ী সমিতি।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 04:40 PM
Updated : 16 June 2020, 04:40 PM

মঙ্গলবার বিকালে মাগুরা-ঝিনাইদহ সড়কের কাশিনাথপুরে এ মানববন্ধন করেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, ২০১৯-২০ অর্থ বছরে জাতীয় জুট মিলস্ লিমিটেড তাদের

কাছ থেকে সোয়া কোটি টাকা মূল্যের ৬ লাখ ৩৬০ মণ পাট কেনে। এর মধ্যে মাগুরা পাট ব্যবসায়ীদের ১০ শতাংশ টাকা পরিশোধ করা হয়। চলতি মাসে মাগুরা পাট কেন্দ্র থেকে সংগৃহীত সব পাট কারখানায় নিয়ে যেতে চাইলে পাট ব্যবসায়ীরা বাধা দেন। তাদের দাবি বকেয়া পরিশোধ না করে এ পাট নিতে পারবে না।

মাগুরা পাট ও ভুসিমাল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুর সালাম জানান, ২০১৯-২০ অর্থ বছরে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান জাতীয় জুট মিলস্ লিমিটেডের কাছে মাগুরার ব্যবসায়ীদের পাওনা রয়েছে এক কোটি ২০ লাখ টাকা। তার মধ্যে মিল কর্তৃপক্ষ ১২ লাখ টাকা দিয়েছে।

“চলতি জুনের মধ্যে আমাদের সব টাকা পরিশোধ করে পাট কেন্দ্র থেকে পাট নেওয়ার কথা ছিল কিন্তু তারা আমাদের টাকা পরিশোধ না করে আজ (মঙ্গলবার) গুদাম থেকে পাট নিয়ে যেতে চাইলে আমরা বাধা প্রদান করি।”

মাগুরায় কর্মরত এ মিলের ইনচার্য গোলাম মোস্তফা জানান, মাগুরার ২৩ জন ব্যবসায়ী তাদের মিলে পাট বিক্রি করেছেন। ব্যবসায়ীদের ৫০ শতাংশ টাকা পরিশোধ করেছেন তারা। বাকি টাকা পর্যায়ক্রমে দেওয়া হবে।

ব্যবসায়ীদের বকেয়া টাকার কথা কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।