কোভিড-১৯: গাজীপুরের তিনজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরের আরো তিনজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে জেলায় ২৮ জন মারা গেলেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 03:48 PM
Updated : 16 June 2020, 03:48 PM

মঙ্গলবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, প্রয়াত তিনজনের মধ্যে টঙ্গীর একব্যক্তি মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় মঙ্গলবার তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

অপর দুই শ্রীপুরের বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন জানিয়ে তিনি বলেন, গত সোমবার তাদের একজন ঢাকার এপোলো হাসপাতালে এবং অপরজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, মঙ্গলবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৭ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।

“সব মিলিয়ে গাজীপুরে এ রোগ শনাক্ত হয়েছে ২ হাজার ৩৬২ জনের। শনাক্তের হিসেবে প্রথম সারিতে রয়েছে গাজীপুর সদর ১ হাজার ৪৮১ জন, এরপর কালিয়াকৈরে ২৮২, শ্রীপুরে ২৪৮ জন, কালীগঞ্জে ১৯৮ জন এবং কাপাসিয়ায় ১৫৩ জন।”

এ পর্যন্ত জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ জন।