নরসিংদীতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা এবং তাদের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 11:24 AM
Updated : 16 June 2020, 11:24 AM

মঙ্গলবার জেলার মোসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে শতাধিক গর্ভবতী মায়ের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এর মধ্যে রয়েছে, ম্যাক্সি, হরলিক্স, স্যানিটারি প্যাড এবং উপহার সামগ্রীর বাক্স।

এছাড়া তাদের কোভিড- ১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় এবং সুগার ও ইউরিন পরীক্ষা করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

সেনাবাহিনীর ৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আবদুস সালাম, ১১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মো. ফখরুল, নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহেদ আহম্মেদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

লেফটেন্যান্ট কর্নেল গাজী আবদুস সালাম বলেন, দেশে করোনাভাইরাস সঙ্কটের মধ্যে অসহায়, দুঃস্থ এবং নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার এই মানবিক কার্যক্রম ‘অত্যন্ত ইতিবাচক সাড়া’ ফেলেছে।

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আট জেলায় এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।