শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত  সিবিএ নেতার মৃত্যু

শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত পিডিবির একজন  সিবিএ নেতা মারা গেছেন। এছাড়া জেলায়  উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2020, 04:31 AM
Updated : 16 June 2020, 04:31 AM

ছানোয়ার হোসেন (৫৭) নামে এই সিবিএ নেতা সোমবার রাত সোয়া ১২টার দিকে মারা যান বলে জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানিয়েছেন।

ছানোয়ার পিডিবির সাবেক সিবিএ সভাপতি। তিনি ঢাকার বিদ্যুৎ ভবনে জ্যেষ্ঠ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। 

সিভিল সার্জন বলেন, সোমবার রাত ১২ টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। এর আগেই তার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে। তিনি শেরপুর শহরের বাকরাকসা এলাকায় বাসায় আইসোলেশনে ছিলেন।

এছাড়া জেলার নালিতাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার রাতে ৩২ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামের এই ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। কয়েক দিন আগে তিনি জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন তিনি। তারপর বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। উপসর্গ নিয়ে মৃত্যু হলেও সোমবার রাতেই দাফন হয়ে যাওয়ায় নমুনা সংগ্রহ করা যায়নি।

জেলায় মোট ১৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান সিভিল সার্জন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য, আটজন চিকিৎসক ও দুইজন নার্স রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪ জন। মারা গেছেন তিনজন।