বান্দরবানে ‘ঘর থেকে ডেকে’ ইউপি সদস্যকে গুলি

বান্দরবানে ‘ঘর থেকে ডেকে বাইরে বের করে’ এক ইউপি সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 05:01 PM
Updated : 15 June 2020, 05:01 PM

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কুহালং ইউনিয়নে বাকীছড়ার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

গুলিবিদ্ধ চাইসাহ্লা মারমা (৩৬) কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

বান্দরবান সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী জানান, এটা কারা ঘটিয়েছেন তা জানা নাই।

কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন তাকে ফোন করে জানায় একজন ওয়ার্ড মেম্বার গুলিবিদ্ধ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যায় অজ্ঞাত একদল যুবক তাকে ঘর থেকে ডেকে বের করান পর কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, “তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল। কোমরের নিচে গুলি লেগেছিল। প্রচুর রক্তক্ষরণ ঘটেছে।”

আশঙ্কাজনক অবস্থায় আহত মেম্বারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় কয়েকজনের ভাষ্য সম্প্রতি ওই এলাকায় ‘অজ্ঞাত’ একটা দলের তৎপরতা বেড়েছে। এরপর থেকে বিভিন্নভাবে হয়রানি করা শিকার হচ্ছে স্থানীয়রা।