ট্রাক উল্টে অটোরিকশার উপর, স্ত্রীসহ ইমাম নিহত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক উল্টে অটোরিকশার ওপর পড়ে এক মসজিদের ইমাম ও তার স্ত্রী নিহত হয়েছেন। তবে তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের মেয়ে অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 04:02 PM
Updated : 15 June 2020, 04:02 PM

সোমবার উপজেলার বনপাড়ায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান।

নিহতরা হলেন আব্দুল ওয়াহাব (৩২) ও তার স্ত্রী স্বর্ণা বেগম (২২)। ওয়াহাব সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের খতিব উদ্দিনের ছেলে এবং বনপাড়া পৌরসভার গুনাইহাটি মসজিদের ইমাম ছিলেন।

বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম জানান, রায়গঞ্জ থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে কর্মস্থল বনপাড়া পৌরসভার গুনাইহাটি এলাকায় ফিরছিলেন ওয়াহাব। বনপাড়া বাইপাসে বাস থেকে নেমে বাসায় ফেরার জন্য অটোরিকশায় উঠেন তারা।

“অটোরিকশাটি বনপাড়া বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছলে একটি ধানের চিটা ভরতি ট্রাক তাদের অটোরিকশার উপর উল্টে পড়ে। তারা তিনজনই ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।”

পরে তাদের পাঁচ বছর বয়সী মেয়ে হাবিবার কান্না শুনে পথচারীরা অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে বলে সালাম জানান।

বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাক আটক করেছে।