টাঙ্গাইলের ৮ উপজেলা ‘হলুদ জোন’

টাঙ্গাইলের আটটি উপজেলা হলুদ ও চারটি উপজেলাকে সবুজ জোনে ভাগ করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 12:02 PM
Updated : 15 June 2020, 12:09 PM

সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে টাঙ্গাইলের জেলা প্রশাসকের বরাত দিয়ে ম্যাজিস্ট্রেট আল-মামুন এ কথা জানান।

ইয়েলো জোনের মধ্যে রয়েছে- টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখিপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলা।

আর ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার উপজেলা গ্রিন জোনে রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জেলায় আক্রান্তের হার বিবেচনা করে ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে হলুদ জোন ও চারটি উপজেলাকে সবুজ জোনে বিভক্ত করা হয়েছে।

হলুদ জোনের এলাকাগুলো গুরুত্বসহকারে নিয়ে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়াও সবুজ জোনে বিভক্ত হওয়া এলাকাগুলোতেও তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান এই জেলা প্রশাসক।

এ নিয়ে জেলায় ডাক্তার, পুলিশসহ সর্বমোট ৩১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান রোববার সকালে সাংবাদিকদের জানান। 

তিনি বলেন, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১০৮ সুস্থ হয়েছে। বর্তমানে ৪৬৫টি নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে। আক্রান্দদের মধ্যে ৬ জন মারা গেছেন। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছে ২০৩২ জন ।