কোভিড-১৯: বেনাপোলে জ্বর-কাশি নিয়ে একজনের মৃত্যু

বেনাপোলে জ্বর-সর্দি, কাশি ও শাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 06:41 AM
Updated : 15 June 2020, 06:41 AM

যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে রোববার রাত ১১টার দিকে ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। 

তিনি বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দুর্গাপুর গ্রামের কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা। তার গ্রামের বাড়ি পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামে।

মৃতের স্বজনদের বরাতে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলি জানান, ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে তার কোভিড-১৯ টেস্ট করানো হয়। এতে ফলাফল নেগেটিভ আসে।

তিনি বলেন, “কিন্তু তার শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় তিনদিন আগে আবারও নমুনা পাঠানো হয়। সেটার ফলাফল এখনও  পাওয়া যায়নি।

এর মধ্যে রোববার তার আবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া উদ্যোগ নেওয়া হয়। এ সময় পথেই তার মৃত্যু হয়।“