নেত্রকোণার সাংবাদিক লিটন গুপ্ত নেই

নেত্রকোণার সাংবাদিক লিটন ধর গুপ্ত মারা গেছেন।  

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2020, 02:31 PM
Updated : 14 June 2020, 02:31 PM

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়।

মৃত্যুর আগ পর্যন্ত লিটন গুপ্ত দেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, দৈনিক ভোরের কাগজ পত্রিকায় নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

লিটনের মামা জীবন চন্দ জানান, শনিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে নেত্রকোণা থেকে লিটনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার নেত্রকোণা মহাশ্মশাণে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এর আগে তার মরদেহে ফুল দিয়ে সাংবাদিক সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

তিনি নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বসহ শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুতে নেত্রকোণা জেলা প্রেসক্লাব, নেত্রকোণা টেলিভিশন সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ছাড়াও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাংসদ হাবিবা রহমান খান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় শোক জানিয়েছেন।