হবিগঞ্জ ও নীলফামারীতে মৃত্যুর পর দুজনের করোনাভাইরাস শনাক্ত

হবিগঞ্জ ও নীলফামারী জেলায় দুই ব্যক্তি মারা যাওয়ার পর জানা গেছে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

নীলফামারী প্রতিনিধিহবিগঞ্জ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2020, 04:05 PM
Updated : 13 June 2020, 04:05 PM

শনিবার এ দুই জেলার স্বাস্থ্য বিভাগের কাছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল আসে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, গত ৪ জুন সকালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে আসার পথে সদর উপজেলার বহুলা গ্রামের এক ব্যক্তি মারা যান। নমুনা সংগ্রহ করে তার দাফন করে প্রশাসন।

“মৃত্যুর নয় দিন পর শনিবার আসা রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ ছিল বলে জানা গেছে।”

অন্যদিকে, নীলফামারী জেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া আরেকজনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৭ জুন নীলফামারী পৌর শহরের কলেজপাড়ার ৭০ বছরের এক বৃদ্ধের নমুনা সংগ্রহ করা হয়। ১০ জুন সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ওই মৃত ব্যক্তিসহ নতুন সাতজনের করোনাভাইরাস পজিটিভ প্রতিবেদন এসেছে।

জেলায় এই ভাইরাসে সংক্রমিত হয়ে ৬ জনের প্রাণহানি হয়েছে বলে তিনি জানান।