নারায়ণগঞ্জে করোনাভাইরাস শনাক্ত ৪০০০ ছাড়াল

নতুন ৯৬ জনসহ নারায়ণগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2020, 03:38 PM
Updated : 13 June 2020, 04:07 PM

শনিবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ৯৬ জনের শরীরে কনোরাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা হলো ৪০০৪।

মোহাম্মদ ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংক্রমণ সদর ও সিটি এলাকায় বাড়ছে না; বাড়ছে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলায়। এ কারণে রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়নকে লকডাউন করা হয়েছে।

এ জেলায় এক চিকিৎসকসহ ৯৪ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে তিনি জানান, তবে গত ২৪ ঘণ্টায় জেলায় এ রোগে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সিটি করপোরেশেন এলাকায় ৫৪ জন, সদর উপজেলায় ২০ জন, বন্দর উপজেলায় তিন জন, আড়াইহাজার উপজেলায় তিন জন, রূপগঞ্জ উপজেলায় দুই জন ও সোনারগাঁয়ে ১২ জন।