করোনাভাইরাস: উপসর্গ নিয়ে খাগড়াছড়ি ও নওগাঁয় মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাগড়াছড়িতে এক আনসার সদস্য এবং নওগাঁয় এক শ্রমিক মারা গেছেন।

নওগাঁ প্রতিনিধিখাগড়াছড়ি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2020, 03:32 PM
Updated : 13 June 2020, 03:32 PM

শনিবার দুপুরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক আনসার সদস্য।  

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক পূর্ণ জীবন চাকমা জানান, প্রয়াত আনসার সদস্য ঠাকুরগাঁও থেকে খাগড়াছড়ি এসেছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকালে হাসপাতালে ভর্তি হন।

“এর আগেও কয়েকবার এই আনসার সদস্য শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।”

অন্যদিকে, নওগাঁর বদলগাছীতে উপসর্গ নিয়ে ঢাকাফেরত এক পোশাক শ্রমিকের (২৩) মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।

বদলগাছীর ইউএনও আবু তাহের বলেন, যথাযথ নিয়ম মেনে শনিবার সকাল ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির পরিবারের সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে।

“উপজেলা মেডিকেল টিম ওই পরিবারের সবার নমুনা সংগ্রহ করেছে।”

ইউএনও আরও জানান, গত সোমবার [৮ জুন] বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রয়াত যুবক নমুনা দিয়ে আসেন। তবে সেই রিপোর্ট এখনও পাওয়া যায়নি।