করোনাভাইরাস: মুন্সীগঞ্জে আরও ৭৭ শনাক্ত, জেলায় ১৪৬৮

মুন্সীগঞ্জে আরও ৭৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের মধ্য দিয়ে জেলায় মোট আক্রান্ত হলো এক হাজার ৪৬৮ জন।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 05:00 PM
Updated : 12 June 2020, 05:00 PM

সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নয় জন সুস্থ হয়েছেন; কেউ মারা যায়নি। 

সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, টঙ্গীবাড়িতে ৬ জন, সিরাজদিখানে ১৮ জন, লৌহজংয়ে ১৯ জন, শ্রীনগরে চার জন ও গজারিয়া উপজেলায় নয়জন রয়েছেন।

তিনি জানান, শুক্রবার ২৬০টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এই নিয়ে জেলায় ছয় হাজার ৪৩০টি নমুনার পরীক্ষার রিপোর্ট পাওয়া গেল।

“জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার রয়েছেন ২০ জন, টঙ্গীবাড়ির ছয় জন, লৌহজংয়ের চার জন, সিরাজদিখানের চার জন এবং শ্রীনগরের একজন রয়েছেন।”

গজারিয়া উপজেলায় করোনাভাইরাসে এখনও কেউ মারা যাননি বলে সিভিল সার্জন জানান।