করোনাভাইরাস: চুয়াডাঙ্গায় হানিফা খাতুন গোপার দাফন

চুয়াডাঙ্গার জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হানিফা খাতুন গোপা মারা গেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 04:01 PM
Updated : 12 June 2020, 04:01 PM

শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। আগের রাত ১১টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

১৯৭৪ সালে হানিফা খানম গোপা জীবননগরে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেন, যার ফসল জীবননগর সরকারি বালিকা বিদ্যালয়। চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইস্রাফিলের মেজোবোন তিনি।

২০১১ সালে চাকরি থেকে অবসর নেন হানিফা খাতুন গোপা। এরপর চুয়াডাঙ্গার কোর্টপাড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।

হানিফা খাতুনের ভাইপো রাজিব আহমেদ বলেন, “ফুপু ডায়বেটিস-এ আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত ঢাকায় মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। সাম্প্রতি কিডনিজনিত সমস্যায়ও ভুগতে শুরু করেন।

“ঈদের পরে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই করোনাভাইরাসে সংক্রমিত হলে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।”

মৃত্যুকালে তিনি স্বামী মাহবুব হোসেন, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।