কোভিড-১৯: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তিন ওয়ার্ড ‘রেড জোন’

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডকে ‘রেড জোন’ ঘোষণা দিয়ে অবরুদ্ধ করেছে প্রশাসন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 01:16 PM
Updated : 12 June 2020, 01:38 PM

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দিয়ে বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, এ ঘোষণার আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা স্বাস্থ্য বিভাগ, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা হয়েছে। 

তিনি বলেন, ‘লকডাউন’ চলাকালে কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান (ওষুধের দোকান ছাড়া), দোকান-পাট ও যানবাহন চলাচল বন্ধ থাকবে।

“অন্য এলাকার কোনো লোক এই ‘রেড জোনে’ প্রবেশ এবং ‘রেড জোনে’ থাকা কেউ বের হতে পারবে না। এই নির্দেশ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞপ্তিতে ‘রেড জোনের’ বাসিন্দাদের জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে।  

স্বাস্থ্য বিভাগ জানায়, এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় মোট ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে মারা গেছেন তিনজন।