রাজশাহী বিভাগে শনাক্ত রোগী ছাড়াল ২০০০

রাজশাহী বিভাগে দুই হাজারের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে; যাদের মধ্যে মারা গেছেন ২৬ জন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 12:19 PM
Updated : 12 June 2020, 12:19 PM

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ২০৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৬ জন।

এখন পর্যন্ত রাজশাহীতে তিনজন, নওগাঁয় তিনজন, নাটোরে একজন, বগুড়ায় ১১ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভাগের শুধু জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কেউ মারা যায়নি।

বগুড়ায় সবচেয়ে বেশি ১১০৯ জন শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে ১১৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন, নওগাঁয় ১৬৩ জন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬৩ জন ও পাবনায় ১৭৭ জন শনাক্ত হয়েছেন।