হবিগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

হবিগঞ্জের লাখাই উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 10:46 AM
Updated : 12 June 2020, 10:46 AM

শুক্রবার সিংহগ্রামে এই ঘটনা ঘটে বলে নিহত গৃহবধূর স্বজনরা জানান।  

নিহত ২৫ বছর বয়সী এই নারী সিংহগ্রামের জাকারিয়া মিয়ার স্ত্রী।

ওই গৃহবধূর বাবার অভিযোগ, প্রায় তিন বছর আগে তার মেয়ের সঙ্গে পারিবারিকভাবে জাকারিয়ার বিয়ে হয়। তাদের দুটি মেয়ে আছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই তার মেয়েকে স্বামী মারপিট করত। মেয়ে ফোনে তাকে সবকিছু জানাতেন।

“এর জের ধরে শুক্রবার দুপুরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাকারিয়াসহ তার পরিবারের লোকজন তাকে বেধরক মারপিট করে।”

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান। 

মাধবপুর থানার ওসি সাইদুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।