কুড়িগ্রামে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিক মারা গেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 10:17 AM
Updated : 12 June 2020, 10:17 AM

তারা হলেন উপজেলার অনন্তপুর বালাটারি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন (২৫) ও  আজোয়াটারী গ্রামের সাহেব আলীর ছেলে সুজন মিয়া (৩৫)।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গঙ্গারহাট এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে তারা মারা যান বলে ফুলবাড়ি থানার ওসি নবিউল হাসান জানিয়েছেন।

এলাকাবাসী জানান, সকালে কাজ করার সময় অসাবধানতাবশত বাড়ির সেপটিক ট্যাংকে পড়ে যান রাজমিস্ত্রি আল আমিন। আর সুজন তাকে উদ্ধার করতে ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এসে তাদের উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমন মিয়া বলেন, গভীর সেফটিক ট্যাংক থেকে দুইজনকে উদ্ধার করতে তাদের প্রায় ৩০ মিনিট সময় লেগে যায়। তারপর সঙ্গে সঙ্গে তারা তাদের হাসপাতালে পাঠান।

মরদেহ পুলিশ হেফাজতে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। পরিবারের লোকজন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি নবিউল হাসান।