করোনাভাইরাস: চাঁদপুরে উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 09:22 AM
Updated : 12 June 2020, 09:22 AM

এদের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় ২ জন এবং চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় একজন করে রয়েছেন।

জেলা সিভিল সার্জন মো. শাখাওয়াত উল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত ১২টায় হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাউড়া গ্রামের (৫৭) এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ভর্তি হয়। পরে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এরপর শুক্রবার সকাল সোয়া ৯টায় একই উপজেলার (৭৫) আরেকজনের মৃত্যু হয়।”

এ দিকে চাঁদপুর জেনারেল হাসপাতালের আইশোলেসন ওয়ার্ডে চিকিসাধীন অবস্থায় আরও তিনজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যায়। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, শুক্রবার সকালে কচুয়া উপজেলার গোহাট গ্রামের এক মুক্তিযোদ্ধা (৬৭), ফরিদগঞ্জ উপজেলার একজন (৭৩)

ও শহরের গুয়াখোলা এলাকার একজন মারা যান।