কোভিড-১৯: কেরানীগঞ্জে নতুন শনাক্ত ৩৬ জন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১৯ জনে দাঁড়াল।

কেরানীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 06:07 AM
Updated : 12 June 2020, 06:40 AM

শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, আগের রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ৩৬ জন রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। ১৯ থেকে ৬২ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ উপজেলায় মোট ২ হাজার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১৯ জন ও সুস্থ হয়েছেন ২০৯ জন।

এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। এছাড়া আক্রান্তদের বিষয়ে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এ স্বাস্থ্য কর্মকর্তা।