কোভিড-১৯: বান্দরবানের জেলা প্রশাসক আক্রান্ত

বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 04:20 AM
Updated : 12 June 2020, 07:55 AM

জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বৃহস্পতিবার রাতে এ কথা জানান।

তিনি বলেন, “কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক এবং শহরে বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকতার কোভিড-১৯ পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৮ জনে দাঁড়াল।”

জেলা প্রশাসক তার বাসভবনে রয়েছেন বলে জানান সিভিল সার্জন।

এদিকে পার্বত্য এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া মঙ্গলবার থেকে সদর উপজেলা পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা দিয়ে অবরুদ্ধ করেছে প্রশাসন। পৌর এলাকায় জরুরি সেবা ছাড়া ব্যক্তিগত যানবাহন এবং গণপরিবহন বন্ধ রয়েছে। এছাড়া শহর থেকে কোনো উপজেলায়ও যানবাহন চলছে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম হোসেন জানান, প্রশাসন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।